২৪ জানুয়ারি, ২০১৯ ১৬:২২

যুবলীগ কর্মী অরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

যুবলীগ কর্মী অরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

পাবনায় যুবলীগ কর্মী অরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে শহরের আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠি হয়। মানববন্ধনে অরিনের পরিবারের সদস্য ছাড়াও পৈলানপুর এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপিও প্রদান করা হয়। 

মানববন্ধনে জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শরিফুল ইসলাম, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক মাসুদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল হোসেন, নিহত অরিনের চাচা আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

অরিনের চাচা আব্দুল মান্নান বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে অরিনকে কুপিয়ে হত্যা করেছে। অরিনের চল্লিশ দিনের শিশু কন্যাকে যারা পিতৃহারা করেছে, যারা তাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 

প্রসঙ্গত, শহরের পৈলানপুর মোড়ে অটোবাইক স্ট্যান্ডের দখল নিয়ে দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগ নেতা হাজী শরীফ ও  বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দু’গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর অবস্থায় আহত অরিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অরিনের মৃত্যু হয়। নিহত অরিন পৈলানপুর অটোবাইক স্ট্যান্ডের মাস্টার ছিল।
 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর