২৪ জানুয়ারি, ২০১৯ ১৭:০৬

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ জাল ও ৮টি নৌকা সহ ৫জনকে আটক করেছে নৌ পুলিশ। মৎস্য বিভাগের সহায়তায় নৌ পুলিশ গত বুধবার রাতে বরিশালের কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে এই কারেন্ট জাল আটক করে। পরে আটক ৫জনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

বরিশাল জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত বুধবার রাতে কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে বেহুন্দি সহ ৫০ হাজার মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল ও ৮টি নৌকা সহ ৫জন মৎস্যজীবীকে আটক করেন তারা। পরে আটক মৎস্যজীবী মো. শাজাহান গাজী, আলামিন খান, শুভ্র চন্দ্র স্বর্নকার, মো. কামরুল আলী বিশ্বাস ও মো. আলমগীর ব্যাপারীকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিচার তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। 

জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর