২৪ জানুয়ারি, ২০১৯ ১৭:২৪

বগুড়ায় সাইবার পুলিশের যাত্রা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় সাইবার পুলিশের যাত্রা

বগুড়ায় আনুষ্ঠানিক ভাবে সাইবার পুলিশের যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশীদ হোসেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা বিপিএম।

সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে এবং দেশের মানুষ এর সুফলও পেতে শুরু করেছে। অন্যদিকে অপরাধীরাও ডিজিটাল পদ্ধতিতে অপরাধ সংঘটন করছে। অনলাইন, ফেসবুকে জঙ্গিবাদী প্রচারণা, গণতন্ত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রতারিত হচ্ছে নিরীহ মানুষ, উঠতি বয়সের ছাত্র-ছাত্রীরা নানাভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধেই সাইবার পুলিশ কাজ করবে।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের ১৪ আগস্ট থেকে বগুড়ায় পরীক্ষামূলকভাবে সাইবার পুলিশের কার্যক্রম শুরু হওয়ার পর বগুড়া ছাড়াও বিভিন্ন জেলা থেকে এপর্যন্ত ৩৭টি অভিযোগ পাওয়া গেছে। এরপধ্যে ১৯টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। 

বগুড়ায় একজন পুলিশ সুপারের নেতৃত্বে, অতি. পুলিশ সুপার, ৪ জন ইন্সপেক্টর সহ ১২ সদস্যর টিম কাজ করবে। বগুড়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার অভিযোগও নেয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম, মোকবুল হোসেন, অতি: পুলিশ সুপার গাজিউর রহমান উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর