১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫৭

'এদেশে রাজনীতি করার নৈতিক অধিকার জামায়াতের নেই'

অনলাইন ডেস্ক

'এদেশে রাজনীতি করার নৈতিক অধিকার জামায়াতের নেই'

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, একাত্তরে জামায়াতের ভূমিকা ছিলো স্বাধীনতার বিপক্ষে, দেশের জনগণের বিপক্ষে। এদেশে রাজনীতি করার আর কোনো নৈতিক অধিকার জামায়াতের থাকতে পারে না।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।

জামায়াত থেকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের বিষয়ে হানিফ বলেন, ‘৭১ সালে জামায়াত এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিলে গণহত্যা চালিয়েছিল। নারী নির্যাতন করেছিলো। মানুষের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়েছিলো। এ অপরাধের জন্য জামায়াতের নেতাদের বিচারের দাবি ছিলো জনগণের। সেই বিচার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে জামায়াতের কয়েকজন নেতার বিচার হয়েছে এবং দণ্ড কার্যকর করা হয়েছে।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর