শিরোনাম
১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৩৩

নাটোরে আগুনে দিনমজুরের ঘরসহ গবাদি পশু পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি

নাটোরে আগুনে দিনমজুরের ঘরসহ গবাদি পশু পুড়ে ছাই

নাটোরের ইছলাবাড়ী গ্রামের এক দিনমজুরের বাড়িতে আগুন লেগে গরুর ঘরসহ ৪টি গবাদিপশু পুড়ে গেছে। একমাত্র এই সম্পদগুলো পুড়ে সর্বশান্ত হয়ে পড়েছেন তিনি।

এলাকাবাসী জানায়, সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ইছলাবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোজাব্বেল গরু পালনের পাশাপাশি দিন মজুর হিসাবে ইট ভাটায় কাজ করেন। শুক্রবার তার গরুর ঘরে হঠাৎ করেই আগুন লাগে। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগেই মোজাব্বেলের ৩টি গরু পুড়ে মারা যায় আর একটি গরু আহত হয়। তবে অন্য ঘরে অবস্থান করা সদ্য জন্ম নেওয়া একটি গরুর বাছুর অক্ষত রয়েছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একজন দিন মজুরের একমাত্র আয়ের অবলম্বন গবাদিপশু পুড়ে যাওয়ার ঘটনা সত্যিই দুঃখজনক। তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত সর্বোচ্চ সহায়তা করা হবে। 


বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর