১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৩৯

বরিশালে ৩ দিনব্যাপী কবি জীবনানন্দ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৩ দিনব্যাপী কবি জীবনানন্দ মেলার উদ্বোধন

রূপসী বাংলার কবি কবি জীবনানন্দ দাশের ১২০তম জন্মদিন উপলক্ষে বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা-২০১৯।

শনিবার বেলা ১১টায় বরিশাল বিএম কলেজের বাণিজ্য ভবনের সামনে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান সিকদার। চতুর্থবারের মতো এই মেলা আয়োজন করা হয়েছে। 

বিএম কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ সংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. জোবায়ের হাসান শাহেদ।

অনুষ্ঠানে জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক উদয় শংকর দাসসহ বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় মোট ৩০টি বইয়ের স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। 

এই আয়োজনের মধ্য দিয়ে কবি জীবনানন্দ দাশের চিন্তাধারা শুধু বরিশালেই নয়, সারাদেশ এবং বিদেশেও ছড়িয়ে পড়বে বলে আশা আয়োজকদের।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর