১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৫৬

বদির বেয়াইসহ চার ভাইয়ের আত্মসমর্পণ

টেকনাফ প্রতিনিধি:

বদির বেয়াইসহ চার ভাইয়ের আত্মসমর্পণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারীর হাত থেকে ফুল নিয়ে আত্মসমর্পণ করছেন কয়েকজন ইয়াবা ব্যবসায়ী।

কক্সবাজারের টেকনাফে সদ্য আত্মসমর্পণ করা ১০২ ইয়াবা ব্যবসায়ীর মধ্যে রয়েছে আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বেয়াই শাহেদ কামাল। এছাড়া তার চার ভাইসহ মোট ৭ স্বজনও আজ মাদক ব্যবসা ছাড়ার প্রতিজ্ঞা নিয়ে আত্মসমর্পণ করেছেন।

এদের মধ্যে রয়েছেন বদির ভাই আবদুশ শুকুর, আমিনুর রহমান, মো. ফয়সাল রহমান ও শফিকুল ইসলাম, ভাগিনা সাহেদ রহমান নিপু, ফুফাতো ভাই কামরুল হাসান রাসেল ও খালাতো ভাই মংমং সেন।

শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন।

এছাড়া উল্লেখযোগ্য ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে আত্মসমর্পণ করেছেন-টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ছেলে দিদার মিয়া ও পৌর কাউন্সিলর নুরুল বশর প্রকাশ নুরশাদ, পশ্চিম লেদার নুরুল হুদা মেম্বার, ইউপি মেম্বার জামাল হোসেন, শামসুল আলম। কক্সবাজারের আলোচিত ইয়াবা ডন শাহজাহান আনসারিও আত্মসমর্পণ করেছেন।


বিডি প্রতিদিন/হিমেল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর