১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৪৫

বরিশালে মাওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে মাওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধন

‘জ্ঞানার্জনই সত্যানুসন্ধানের পাথেয়’-শ্লোগান নিয়ে বরিশালে মজলুম জননেতা মাওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধন হয়েছে। 

শনিবার সকাল ১১টায় নগরীর ফকির বাড়ী রোডের ভূঁইয়া ম্যানশন ভবনের ২য় তলায় প্রথমবারের মতো বরিশালে মাওলানা ভাসানীর নামে পাঠাগার উদ্বোধন হয়। 

মাওলানা ভাসানী পাঠাগার সংগঠক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ মহসিন, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আখতার হোসেন, বরিশালের পরিবেশবাদী আইনজীবী সুভাষ চন্দ্র বেদান্তি, নবীন আইনজীবী মারুফা তানজিন ও নবীন আহমেদ।

আলোচনা সভার শেষ পর্যায়ে বরিশালে মাওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধন করেন শিশু-কিশোর সংগঠক ও শিক্ষানুরাগী জীবন কৃষ্ণ দে। এ সময় জীবন কৃষ্ণ দে পাঠাগার কর্তৃপক্ষের কাছে বেশ কিছু নতুন বই হস্তান্তর করেন। এর আগে মজলুম জননেতা মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর