১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৫৯

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। আহতদের নরসিংদী ঝেলা হাসপাতাল ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

শনিবার বেলা ২টার দিকে বেলাবরের পুটিমারাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নিহতের লাশ নরসিংদী জেলা হাসপাতালে রাখা হয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

নরসিংদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-কেন্দুয়াগামী লোকাল বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। আর মাল বোঝাই ট্রাকটি ঢাকা অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে যাত্রীবাহী বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ৫ বছরের একটি শিশু নিহত হয়।

ভৈরব হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, চালকদের অসবাধানতার কারনেই এই দুর্ঘটনা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর