১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:১৪

সুন্দরবনে কোটি টাকার চিংড়ি পোনা জব্দ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে কোটি টাকার চিংড়ি পোনা জব্দ

সুন্দরবনের বিভিন্ন নদী-খাল থেকে অবৈধভাবে আহরণ করা ৪৮ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। জব্দকৃত চিংড়ি পোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৬ লাখ টাকা।

শনিবার দুপুরে রুপসা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে জব্দ করা বিপুল পরিমাণ এ চিংড়ি পোনা রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জানান, শনিবার দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন রূপসার একটি টহল দল খান জাহান আলী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় অভিযান পরিচালনা করে ৪৮ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করে টহল দল। জব্দকৃত চিংড়ি পোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৬ লাখ টাকা। পরে জব্দকৃত চিংড়ি পোনা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়। 

কোস্টগার্ড বাহিনী আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি  সুন্দরবনের নদী এবং এর আশপাশের খাল থেকে চিংড়ি ও ফ্যাইসা নিধন রোধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর