১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:২১

'নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার'

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

'নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার'

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বর্তমান সরকার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এছাড়াও মায়েরাই পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে মা'দের আরও বেশি বেশি সময় দিতে হবে। 

শনিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ দিল আফরুজা খানম, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম-সম্পাদক মতিয়ার রহমান মতি, সারিয়াকান্দি থানার ওসি আল আমিন, নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু প্রমুখ। 

বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর