১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:৪৮

নলকূপের পাইপে বেরোচ্ছে অনবরত গ্যাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নলকূপের পাইপে বেরোচ্ছে অনবরত গ্যাস

বরিশালের উজিরপুরে গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার দক্ষিণে সাতলা গ্রামের সিরাজ হাওলাদারের বাড়িতে গভীর নলকূপের ৪৪০ ফুট পাইপ স্থাপনের পর বুদ বুদ শব্দ বের হয়। কৌতুহল বশত শ্রমিকরা ম্যাচের কাঠি জ্বালিয়ে পাইপের মুখে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নলকূপ স্থাপনকারী সিরাজের বাড়িতে ভিড় করে। শনিবার বিকেল পর্যন্ত অনবরত ওই নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছিল। 

বাড়ির মালিক সিরাজ হাওলাদার বলেন, নলকূপ স্থাপনের এক পর্যায়ে ৪৪০ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। গভীর নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হওয়া এবং আগুন জ্বলতে থাকায় তারা আতঙ্কে রয়েছেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর