১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:০০

'মাদক ব্যবসায়ীরা জালে ধরা পড়বে, তাদের নিস্তার হবে না'

কক্সবাজার প্রতিনিধি

'মাদক ব্যবসায়ীরা জালে ধরা পড়বে, তাদের নিস্তার হবে না'

কক্সবাজারের টেকনাফের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন ১০২ জন ইয়াবা কারবারী। এসময় ইয়াবা কারবারীরা সাড়ে ৩ লাখ ইয়াবা ও ৩০টি অস্ত্র জমা দিয়েছেন। আত্মসমর্পণকারী এসব ইয়াবা কারবারীদের মঞ্চে ফুল দিয়ে বরণ করলেও পর তাদের কারাবরণ করতে হচ্ছে। তবে এসব আত্মসমর্পণ  কারবারীদের দেয়া হয়েছে ৭টি শর্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নে বিশ্বের বিস্ময়। উন্নয়নের গতিধারায় কেউ বাধা হলে তাকে ছাড় দেয়া হবে না। এখন উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি ও মাদক। ইয়াবা দেশ ও জাতিকে ধ্বংস করছে। দেশকে এগিয়ে নিতে মাদক কারবারী ও পাচারকারীদের নির্মূল করা হবে।

তিনি বলেন, যারা আত্মসমর্পণ করেছে তারা প্রাণে বেঁচে গেছে। আর যারা এখনো ইয়াবা কারবারে জড়িত তারা কেউ রেহাই পাবে না। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবকে অধিক শক্তিশালী করা হয়েছে। ইয়াবা ব্যবসায়ীদের জন্য জাল পাঁতা হয়েছে। সেই জালে তাদের ধরা পড়তেই হবে। এছাড়া আইনও কঠোর করা হয়েছে। কোন মাদক ব্যবসায়ীদের নিস্তার হবে না। 

আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে আইজিপি জাবেদ পাটোয়ারি বলেন, মাদক নিয়ে আত্মসমর্পণ দেশে এই প্রথম। যারা আমাদের ডাকে আত্মসমর্পণে সাড়া দেয়নি তাদের ছাড় দেয়া হবে না।

আরও বক্তব্য রাখেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ, সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, সাইমুম কমল সরওয়ার, শাহিন আক্তার, জেলা প্রশাসক কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিুবুর রহমান, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ।

আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করা ১০২  ইয়াবা কারবারীদের মধ্যে ২৯ হচ্ছেন গডফাদার। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারির কাছে সাড়ে ৩ লাখ ইয়াবা ও ৩০টি অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল তাদের ফুল দিয়ে বরণ করেন ও শুভেচ্ছা জানান।

আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা কারবারি হচ্ছেন- এজাহার মিয়ার ছেলে আব্দুর শুক্কুর (৩৩), এজাহার মিয়ার ছেলে আমিনুর রহমান (প্রকাশ আব্দুল আমিন), আবুল কাশেমের ছেলে নুরুল হুদা মেম্বার, জাফর আহমদের (উপজেলা চেয়ারম্যান) ছেলৈ দিদার মিয়া, আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ শাহেদ রহমান নিপু, মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আমিন (৩৪), মোহাম্মদ আলীমের ছেলে নুরুল আমিন (৩৭) এজাহার মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফিক, এজাহার মিয়ার ছেলে ফয়সাল রহমান (২৯) মোজাহের মিয়ার ছেলে এনামুল হক মেম্বার, (২৪) ফজল আহমদের ছেলে একরাম হোসেন (২৫), হাজী সোলতান আহমদের ছেলে মৌলভী বশির আহমদ (৬৫), হাজী নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৩৫), মোহাম্মদ ইসলামের ছেলে, আব্দুর রহমান (৩০) আব্দুল গফ্ফারের ছেলে মোজাম্মেল হক (২৮), হাজী ওসমান গণির ছেলে জুবাইর হোসেন (৩০), মোহাম্মদ ইউনুছের ছেলে নুরুল বশর কাউন্সিলর (প্রকাশ নুরসাত) (৩১), হায়দার আলীর ছেলে কামরুল হাসান রাসেল (৩৫) আলী আহমদের ছেলে আব্দু রহমান (৩২), আলী আহমদের ছেলে জিয়াউর রহমান জিহাদ (২৭), হাজী আমির সওদাগরের ছেলে মোহাম্মদ শাহ, (৫৮), হাজী আবুল কাশেমের ছেলে নুরুল কবির (৩৫), ইব্রাহিম খলিলের ছেলে মারুফবিন খলিল বাবু (৩০) আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ ইউনুছ (৪৮), হাজী খাইরুল বশরের ছেলে ছৈয়দ হোসেন ছৈয়তু (৫৬), হায়দার আলীর ছেলে মোহাম্মদ জামাল মেম্বার (৫২), আবুল মনছুরের ছেলে মোহাম্মদ হাসান আব্দুল্লাহ (৩৪), এবাদুল হকের ছেলে রেজাউল করিম মেম্বার (৩৪), জালাল আহমদের ছেলে মোহাম্মদ আবু তাহের (৪১), আব্দুর জব্বারের ছেলে রমজান আলী (২৮) লাল মিয়ার ছেলে ফরিদ আলম (৪২), রশিদ আহমদের ছেলে মাহবুব আলম (৩৬), নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার (২৪), লাল মিয়ার (প্রকাশ লালু কষাই) ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (প্র: নুর হাবিব), (২৪) আলী আহমদ (প্র: আলুগুলার পুত্র) শামসুল আলম মেম্বার (৩২), মোহাম্মদ আইয়ুবের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৩৪), নুরুল হকের ছেলে আব্দুল গণি (৩৩), হাজী কালা মিয়ার ছেলে জামাল হোসেন, (৫৩) আব্দুল খালেকের ছেলে আব্দুল হামিদ (৩৫), মৃত আবুল হাসানের ছেলে নজরুল ইসলাম (৫২) হাজী খাইরুল বশরের ছেলে, রশিদ আহমদ (প্র: রশিদ কুলু) (৫৪) মাস্টার ছৈয়দ আহমদের ছেলে মোয়াজ্জেম হোসেন দানু মেম্বার (৩৭),  শামসু মিয়ার ছেলে মোহাম্মদ সিরাজ (২৮) মোজাহের মিয়ার ছেলে মোহাম্মদ আলম (৪৫) হাজী মোহাম্মদ শরীফের পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ (৩৬), মোহাম্মদ কাসেমের ছেলে হোসেন আলী (২৭) মৌলভী আলী হোসেনের ছেলে  মোহাম্মদ তৈয়ব (৪৬), ছৈয়দ নুরের ছেলে নুরুল কবির মাঝি (৫৫) জামাল মেম্বারের ছেলে শাহ আজম (২৮) হাজী খুইল্ল্যা মিয়ার ছেলে জাফর আহমদ (৪৩), আব্দুল গণির ছেলে জাফর আলম (৩৭), ছৈয়দ আমিনের ছেলে রুস্তুম আলী (৩৫), নুর আহমদের ছেলে মোহাম্মদ হোছাইন (৩২) দুদু মিয়ার ছেলে নুরুল আলম (৩৬) হাছন আলীর ছেলে  মোহাম্মদ হাসেম (আংকু), (৩৮), আবুল কাসেমের ছেলে শফি উল্লাহ (৩৮), দিলদার আহমদের ছেলে আবু তৈয়ব (৩১), হোসেনের আলী নেওয়াজ (৩১), আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ জুহুর আলম (৩০), কামাল হোসেনের ছেলে মোহাম্মদ হোছাইন (৩৫) আমির আলীর পুত্র মোহাম্মদ ছিদ্দিক (৩৪) লাল মিয়ার পুত্র রবিউল আলম (৩৬) মোহাম্মদ হোছাইন এর পুত্র মনজুর আলী (৩৫), হামিদ আলীর পুত্র হামিদ হোসেন (৩৪) মোহাম্মদ রফিক এর পুত্র মোহাম্মদ আলম (৩৫), মোহাম্মদ জমিলের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৫) ফজল আহমদের ছেলে মোহাম্মদ রাসেল (২৮) ফজল আহমদ এর পুত্র নুরুল আমিন (৩৫), নুর ইসলামের ছেলে বোরহান উদ্দিন (৩৪), আজিজুর রহমানের ছেলে কামাল হোসেন (২৬) ওসমান গণির ছেলে ইমাম হোসেন (৩০), রশিদ মিয়ার ছেলে হারুণ (২০) আব্দুল মাজেদের ছেলে শওকত আলম (৩০) মোক্তার আহমদের ছেলে হোসাইন আহমদ (২৫), আব্দু রশিদের ছেলে মোহাম্মদ আইয়ুব (২৮), সোনালী মেম্বারের ছেলে মোহাম্মদ আবু ছৈয়দ (২৫), আমিন শরীফের ছেলে মোহাম্মদ রহিম উল্লাহ (২৯) আবুল কাসিমের ছেলে মোহাম্মদ রফিক (৩২), মোহাম্মদ ছালামের ছেলে সেলিম (৩২), সোনালীর ছেলে নুর মোহাম্মদ (৪২), মোজাফ্ফর আহমদের ছেলে নুরুল বশর (প্র: কালা ভাই) (৪০), অং চেন চা এর ছেলে মং অং তেইন, (প্র: মমসি) , নুরুল আলম প্রকাশ আব্দুল মোনাফের ছেলে মোহাম্মদ হেলাল (৩২), হাকিম আলীর ছেলে বদিউর রহমান প্রকাশ (বদুরাম) (৪৭), মিয়া হোসেনের ছেলে আব্দুল করিম (প্রকাশ করিম মাঝি), (৪০) মোহাম্মদ ইসলামের ছেলে ছৈয়দ আলম (৪০), আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ হোসন (৩২), হাজী আব্দু শুক্কুরের ছেলে নুরুল আলম (২৬) মোহাম্মদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (২৪) মোহাম্মদ ছিদ্দিকের ছেলে দিল মোহাম্মদ (৩৪), মোহাম্মদ কাসেমের ছেলে আলী আহমদ (৩৫), কবির আহমদের ছেলে শাকের মিয়া (প্র: শাকের মাঝি),(২৮) মোহাম্মদ আব্দুল্লাহের ছেলে আলমগীর ফয়সাল লিটন (৩২), লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮) নুরুল ইসলাম বাইট্টার ছেলে নুরুল আলম (৩৮), আলকাছের ছেলে শামসুল আলম শামীম (৩৫) নুরুল হকের ছেলে  মোহাম্মদ ইউনুছ (২২), অলি আহমদ প্রকাশ লাল মিয়ার ছেলে নুরুল আবছার (প্র: আবছার উদ্দিন) (৪২), নুর মোহাম্মদ আনছারীর ছেলে মোহাম্মদ শাহজাহান আনছারী।  

বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর