১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:১০

কেন্দুয়ায় ঝড়ে ২৫টি ঘরবাড়ি বিধ্বস্ত

নেত্রকোনা প্রতিনিধি

কেন্দুয়ায় ঝড়ে ২৫টি ঘরবাড়ি বিধ্বস্ত

হঠাৎ ঝড়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুইটি গ্রামের অন্তত ২৫টি কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ঝড়ের সময় শিলাবৃষ্টিতে বোরো ফসলসহ মৌসুমী সবজিরও ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার উপজেলার দলপা ইউনিয়নের রামনগর ও আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া ঝড়ে চান্দপাড়া কলেজের টিনশেড ঘর ও রামনগর গ্রামের শারফিন শাহর মাজারের ঘরটিও বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। 

খবর পেয়ে দুপুরে ঝড়ে ক্ষতগ্রিস্ত ঘরবাড়ি দেখতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম। পরিদর্শনকালে ইউএনও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং তাদের সরকারিভাবে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর