১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৩০

১৭ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

১৭ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

বাগেরহাটে এক পুলিশ সদস্যের কিশোরী মেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ১৭ বছর পর ধর্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে বাগেরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক মো. এস এম সাইফুল ইসলাম এ আদেশ প্রদান করেন। 

মামলার বিবরণে জানা গেছে, বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ফাঁড়িতে ২০০১ সালে কর্মরত ছিলেন পুলিশ সদস্য আব্দুল আজিজের পরিবার বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় অ্যাডভোকেট ফারুকের বাড়িতে তার স্ত্রী-মেয়ে ভাড়া বাসায় থাকত। তার কিশোরী মেয়ে ফাতেমা আক্তার স্থানীয় জাহানাবাদ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। 

এ অবস্থায় ২০০১ সালের ২ নভেম্বর রাতে তাকে তুলে নিয়ে খারদ্বার এলাকার কুদ্দুস খার ছেলে মাসুম খা (৩৮) ধর্ষণ করে গুরুতর আহত করে। এ ঘটনায় পরদিন ধর্ষিতার মা সেলিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সদর থানার এসআই ও বর্তমানে নড়াইলের এএসপি জালাল উদ্দিন ২০০২ সালে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার ১৭ বছর পর র্দীর্ঘ শুনানি শেষে বিচারক জনাকীর্ণ আদালত এ রায় প্রদান করেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর