১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:২৪

ফেনীতে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফেনী প্রতিনিধি

ফেনীতে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফেনীতে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮-১৯ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার বিকেলে ফেনীর শহীদ সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয়
কমিশনার মো. আবদুল মান্নান।
 
অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ। অনুষ্ঠানে ১১টি জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
ফেনী জেলা প্র্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়াা সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১টি দলসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।

আজ উদ্বোধনী খেলায় ১-১ গোলে ড্র করে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল।

প্রসঙ্গত; এবারের আসরে চ্যাম্পিয়ন দল এক লাখ টাকা ও রানার্স আপ দল ৫০ হাজার টাকা প্র্রাইজ মানি পাবে। এছাড়াও  প্রতিটি দলকে অংশগ্রহণ ভাতা, প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়কে পুরস্কার এবং টুর্ণামেন্টে সেরা খেলোয়াড়ের জন্যও পৃথক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর