১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৫৫

হত্যাকাণ্ডের বিচার দাবিতে পাবনায় মানববন্ধন

পাবনা প্রতিনিধি:

হত্যাকাণ্ডের বিচার দাবিতে পাবনায় মানববন্ধন

পাবনা সদরে স্বামীর ছুরিকাঘাতে নিহত বৃষ্টি খাতুনের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে পাবনার টেবুনিয়া হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

আজ সোমবার দুপুরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া বাজারের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, শিক্ষক সাওতি হাসান বর্ষা, সালমা সুলতানা, পিন্টু কুমার বিশ্বাসসহ কয়েকজন শিক্ষার্থী। 

বক্তারা অবলিম্বে বৃষ্টি হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। 

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি শনিবার সকালে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্র মাটিয়াবাড়ি গ্রামে পাষন্ড স্বামী আলাই বিশ্বাস স্ত্রী বৃষ্টিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত বৃষ্টিকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর