১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ২২:১৬

কুমিল্লায় পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক ও হেলপারের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক ও হেলপারের বিরুদ্ধে মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে লোহার এঙ্গেল বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাসের পাঁচজনযাত্রী নিহতের ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসের অজ্ঞাত চালক ও হেলপারের বিরুদ্ধে সোমবার মামলাটি দায়ের করেন মাইজভান্ডার দরবারের খাদেম আবদুল মোতালেব খান। চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম চৌদ্দগ্রাম থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান।

উল্লেখ্য-রবিবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরায় এই দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে চট্টগ্রামগামী লোহার এঙ্গেল বোঝাই ট্রাকের পিছনে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভান্ডার দরবারগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের পাঁচজনযাত্রী নিহত হয়। আহত হয় আরও ২০জন যাত্রী। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর