১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৩৭

পটুয়াখালীতে বিপুল পরিমাণ বাগদা রেনু জব্দ, আটক ৯

অনলাইন ডেস্ক

পটুয়াখালীতে বিপুল পরিমাণ বাগদা রেনু জব্দ, আটক ৯

পটুয়াখালীর বাউফল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাগদা রেনু জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনয় নয়জনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে কারখানা নদীর লক্ষ্মীপাশা লঞ্চঘাট এলাকা তাদের আটক করা হয়। 

পরে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে চারদিনের কারাদণ্ড দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম।

কোস্টগার্ড সদস্যরা চার লাখ ৬৫ হাজার পিস বাগদা রেনু ও তিনটি বেহুন্দি জাল জব্দ করে। জব্দ রেনুগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকা। 

এ বিষয়ে গণমাধ্যমকে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (পেটি অফিসার) নুরুল আলম জানান, ভোরে কারখানা নদীর লক্ষ্মীপাশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুইটি ট্রলারে ৩৮টি ড্রামে চার লাখ ৬৫ হাজার পিস বাগদা রেনু ও তিনটি বেহুন্দি জালসহ নয়জনকে আটক করা হয়। জব্দ জালগুলো পুরিয়ে ফেলাসহ রেনুগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর