১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:০৭

এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি:

এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

পঞ্চগড়ে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে মানব বন্ধন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে শহরের শের-ই-বাংলা পার্ক মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। 

এসময় বক্তারা বলেন, সরকারের প্রতিশ্রুতির পরও এমপিওভুক্তি না হওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।দেশের সকল ননএমপিওভুক্ত প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্তির দাবিও জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আব্দুল বারী তালুকদার, সাধারণ সম্পাদক আবু বক্করমো. এরশাদুল হক, সদর উপজেলার সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক আব্দুলমোমেন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর