১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:১৭

লক্ষাধিক শিক্ষকের এমপিওভুক্তির দাবি

কুমিল্লা প্রতিনিধি:

লক্ষাধিক শিক্ষকের এমপিওভুক্তির দাবি

এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশে একযুগে লক্ষাধিক শিক্ষক এই মানববন্ধন করে। 

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ১০-২৫ বছর হতে ২০ লক্ষাধিক শিক্ষার্থীদের পাঠদানকারী লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন যাপন করে আসছে। তাই স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবি জানানো হয়। কুমিল্লায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সময় কুমিল্লা জেলার সভাপতি আবু মুছা, সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, জয়নাল আবেদীন, সেক্রেটারি ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর