১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৩৫

টিকিট জালিয়াতি করতে গিয়ে বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

টিকিট জালিয়াতি করতে গিয়ে বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনের টিকিট জালিয়াতি করতে গিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মাঈনুদ্দিন চিশতি (২৬) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তাকে আটক করে।

মাঈনুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, পরিত্যাক্ত ১০ ফেব্রুয়ারির ১৬টি টিকিটকে জালিয়াতি করে ১৯ ফেব্রুয়ারির টিকিট বানিয়েছিল মাঈনুদ্দিন। পরে এক টিকিট চেকার তাকে ধরে আমাদের কাছে সোপর্দ করে। এরপর স্বাভাবিক নিয়মে আমরা মাঈনুদ্দিনের শরীর তল্লাশি করে তার কোমরে লুকিয়ে রাখা থেকে ডলার, ইউরো ও দিনারসহ নয়টি দেশের মুদ্রা উদ্ধার করি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত এসব মুদ্রামান বাংলাদেশি টাকায় ২২ লাখ ৩৭ হাজার টাকারও বেশি। ধারণা করা হচ্ছে, মাঈনুদ্দিন বিভিন্নজনের কাছ থেকে বৈদেশিক মুদ্রা কিনে সেগুলো বেশি দামে বিক্রি করে। এ ব্যাপারে মাঈনুদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর