১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৪৫

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দফা দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দফা দাবিতে মানববন্ধন

চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তরসহ তিন দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি কর্মচারী ইউনিনয়ন (ইউসিসিএ)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ইউসিসিএ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়নটির নেতৃবৃন্দরা অংশ নেন।

দাবিগুলো হলো, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত ২০১২ সালের ১১ এপ্রিল সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউসিসিএ কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তর করা, শর্তহীনভাবে ইউসিসিএতে জাতীয় বেতন স্কেল-২০১৫ বাস্তবায়ন ও সরকার প্রদত্ত স্যালারি সাপোর্ট ব্যবহারে অযৌক্তিক শর্ত বাতিল করে ২০১২ সাল থেকে সকল বকেয়া বেতন-ভাতা প্রদান করা এবং ২০১২ সাল থেকে নিয়মতান্ত্রিকভাবে ইউসিসিএ'র যেসব কর্মচারীরা অবসরে গেছেন ও বর্তমানে যারা অবসরে যাচ্ছেন তাদের বকেয়া বেতন-ভাতাসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউসিসিএ'র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মেনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও দফতর সম্পাদক আবদুল কাইয়ূম।

পরে মানববন্ধন থেকে ওই তিন দফা দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ইউসিসিএ নেতৃবৃন্দরা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর