শিরোনাম
১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৪৭
চাকরি বাজেটভুক্ত করার দাবি

সুনামগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডে কর্মচারীদের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডে কর্মচারীদের মানববন্ধন

সুনামগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তরা জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে কর্মরত কর্মচারীরা প্রায় দুই বছর যাবৎ বেতন-ভাতা পাচ্ছেন না। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে বকেয়া বেতন পরিশোধসহ চাকরি রাজস্ব বাজেটভুক্ত করার দাবি জানানো হয়। 

এসময় বক্তব্য রাখেন, মারুফ আলম, সুজিত কুমার দাস, মোহাম্মদ আতাউর রহমান প্রমূখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্থানীয় সরকার মন্ত্রীর নিকট প্রদান করা হয়।  


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর