১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:০৯

দিনাজপুরে সমবায় সমিতির কর্মচারীদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সমবায় সমিতির কর্মচারীদের মানববন্ধন

জাতীয় বেতন স্কেল বাস্তবায়নসহ তিনদফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর জেলা সমবায় সমিতির (ইউসিসিএ) কর্মচারীরা। 

মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করেন তারা। 

বেতন কাঠামোয় শর্ত বাতিল এবং ২০১২ সাল থেকে সব ধরনের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছেন তারা। 

দাবিনামা সম্বলিত ব্যানার ফ্যাস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন দিনাজপুরের সুবিধা বঞ্চিত কর্মচারীরা। 
ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর বরাবরে লেখা ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের জেলা কমিটির সভাপতি আইনুল হক এবং সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা মো. রহমান আলী, মো. আলী বিশ্বাস, মো. মোসাদ্দেক হোসেন, নার্গিস বেগম, মুশফিকুর রহমান প্রমুখ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর