১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:২৬

ফরিদপুরে নারী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নারী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ফরিদপুরে এক নারীকে হত্যার দায়ে মোশা কাজী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা জজ আদালত। মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালতের বিচারক মো. হেলালউদ্দিন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত মোশা কাজী জেলার সদরপুর উপজেলার চর চাঁদপুর কাজী ডাঙ্গী গ্রামের বাসিন্দা। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ মে সকালে সদরপুর থানার ভাষানচর ইউনিয়নের চাঁদপুর কাজী ডাঙ্গী গ্রামের শেখ আলী আকবরের স্ত্রী সুফিয়া খাতুনের সাথে প্রতিবেশী মোশা কাজীর কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোশা কাজী সুফিয়া খাতুনের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুফিয়া। এ ঘটনায় নিহতের দেবর শেখ আলীমউদ্দিন বাদী হয়ে ১৩ মে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়। 

মামলায় রাষ্ট্রপক্ষের পিপি দুলাল চন্দ্র সরকার জানান, আদালত মোশা কাজীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। বাকি ৮ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বে-কসুর খালাস প্রদান করা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর