Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ২২:০৭

খেলার ছলে গামছায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:

খেলার ছলে গামছায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

গামছা নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী উত্তর পাড়ায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা ও নিহত শিশুর মা আকলিকা বেগম জানান, দুপুরে স্কুল থেকে এসে সিয়াম (৭) গোসলের জন্য গামছা নিয়ে খাটের উপর খেলছিল। খেলার এক পর্যায়ে তার গলার গামছা ঘরের কাঠের বেড়ার সাথে পেচিয়ে গেলে খুলতে বা সরাতে না পারায় গলায় ফাঁস পড়ে যায়। এতে সেখানেই মারা যায় সে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

সিয়াম পেড়িখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। তার পিতা লিটন ইজারদার পেশায় একজন জেলে। তিনি সুন্দরবনের দুবলা চরে মাছ আহরণে শ্রমিকের কাজ করেন।

মোংলা থানার এসআই মো. কামরুল বলেন, নিহত শিশু সিয়ামের গলায় গামছা পেঁচানোর দাগ রয়েছে। তারপরও যেহেতু ঘটনাটি রামপাল থানা এলাকার তাই ওই থানা পুলিশকে এ সম্পর্কে খোঁজখবর নিতে বলা হয়েছে। তাদের তথ্য পাওয়ার পরই লাশ হস্তান্তর ও ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য