২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:১০

তেতুলিয়া নদীতে অভিযানে ২০ মণ জাটকা জব্দ

অনলাইন ডেস্ক

তেতুলিয়া নদীতে অভিযানে ২০ মণ জাটকা জব্দ

ভোলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ভোলা ফেরিতে এ অভিযান চালানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন ইনচার্জ জাহাঙ্গির আহমেদ জানান, অভিযানে জব্দ ২০ মণ জাটকা ভোলা সদর উপজেলা কর্মকর্তা মো. কামাল হোসেন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ইলিশ (৯ ইঞ্চির কম সাইজের) আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

জাটকা রক্ষা করে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর