২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:০৬

শিক্ষার্থীরাই পোলিং কর্মকর্তা, শিক্ষার্থীরাই ভোটার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিক্ষার্থীরাই পোলিং কর্মকর্তা, শিক্ষার্থীরাই ভোটার

বরিশাল বিভাগের ৬ হাজার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হয়।

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার জন্য ভোট দেন। এই নির্বাচনের পোলিং কর্মকর্তাসহ যাবতীয় দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা।

প্রতিটি বিদ্যালয়ে স্বাস্থ্য প্রতিনিধি, পুস্তক ও শিখন প্রতিনিধি, পরিবেশে সংরক্ষণ প্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি, পানি সম্পদ প্রতিনিধি, বৃক্ষ রোপণ ও বাগান তৈরি প্রতিনিধি, অভ্যর্থনা ও আপ্যায়ন প্রতিনিধিসহ মোট ৭টি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

ভোট গ্রহণ শেষে ব্যালট গণনা করে ফল ঘোষণা করার কথা জানিয়েছেন সংশ্লিস্টরা। 

এদিকে নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তীতে তাদের কাজের সুবিধার্থে ২ জন করে সহযোগী প্রতিনিধি মনোনীত করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর