২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৩৯

শহীদ দিবস উপলক্ষে নেত্রকোনায় প্রেসক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নেত্রকোনা প্রতিনিধি

শহীদ দিবস উপলক্ষে নেত্রকোনায় প্রেসক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনা প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রেসক্লাবের হলরুমে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালের পরিচালনায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। 

প্রতিযোগিতায় চিত্রাঙ্কনের বিষয় ছিল- শহীদ মিনার ও ভাষা আন্দোলন। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল- বায়ান্ন’র ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাতৃভাষার সর্বত্র চর্চার জন্য প্রতিবছর শিশুদের নিয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাব এ আয়োজন করে থাকে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর