২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫৬

দখল ও দূষণমুক্ত নদীর দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়নগঞ্জ ) প্রতিনিধি:

দখল ও দূষণমুক্ত নদীর দাবিতে মানববন্ধন

দখল ও দূষণমুক্ত প্রবাহমান নদীর দাবিতে নদী পথে প্রচারাভিযান ও মানববন্ধন করেছে রূপগঞ্জের পাশ্ববর্তী ঢাকার ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।  আজ বুধবার সকালে নৌবিহার যোগে শীতলক্ষ্যা নদীর ডেমরা থেকে চাদঁপুর পর্যন্ত জনসচেতনতামূলক এ প্রচারাভিযান চালানো হয়। দুপুরে চাদঁপুরের মোহনগঞ্জ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কলেজের গর্ভনিং বডির সদস্য মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন আহমেদ, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মোল্লা, অধ্যাপিকা নায়লা বেগম এবং কলেজটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মোল্লা বলেন, দখল-দূষণে আমাদের দেশের নদ-নদীগুলো মরতে বসেছে। বিশেষ করে ঢাকার চারপাশের শীতলক্ষ্যা, বালু, বুড়িগঙ্গা ও তুরাগ নদীর অবস্থা খুবই মারাত্বক। তিনি সরকারকে অবিলম্বে নদীগুলোর দখল-দূষণ কমিয়ে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আহবান জানান। এছাড়া তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সপ্তাহে একদিন কলেজ প্রাঙ্গন ও বাড়ির প্রাঙ্গণ পরিষ্কার রাখতে দিক নির্দেশনা দেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর