২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:০৩

অরক্ষিত ও অব্যবহৃত শহীদ মিনার সংস্কার করছে তরুণরা

পিরোজপুর প্রতিনিধি

অরক্ষিত ও অব্যবহৃত শহীদ মিনার সংস্কার করছে তরুণরা

পিরোজপুরে একদল তরুণ ভাষা শহীদের আত্মত্যাগ ও ভাষা দিবসের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার উদ্যোগ নিয়েছে। গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে চোখে পড়েছে লাল টি-শার্ট পরিহিত একদল তরুণের কর্মকাণ্ড। তাদের সংগঠনের নাম পিরোজপুর ইয়ুথ সোসাইটি। 

পিরোজপুর শহরে অনেকগুলো শহীদ মিনার থাকলেও একটি ছাড়া অন্যগুলো ব্যবহার করা হয় না। তরুণরা শহরের বিভিন্নস্থানে অযত্নে অবহেলায় পড়ে থাকা শহীদ মিনারের সৌন্দর্য বৃদ্ধিসহ রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে। নষ্ট হওয়া অংশও নির্মাণ করে দিচ্ছে তারা। প্রথমে তারা পিরোজপুরের সর্বপ্রথম নির্মিত শহীদ মিনারটির কাজ শুরু করে। তরুণরা নিজেদের হাতেই ধোয়ামোছা, রং-করা, প্লাস্টারসহ যাবতীয় কাজ করেছে। তরুণদের এ উদ্যোগের খবর পেয়ে ছুটে গিয়েছেন শহরের মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনেরা। তারা তরুণদের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পিরোজপুর ইয়ুথ সোসাইটির প্রধান সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম হাসান জানান, ভাষা শহীদদের আত্মত্যাগ ও ভাষা দিবসের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া এবং অরক্ষিত ও অব্যবহৃত শহীদ মিনারগুলো সংস্কার করার জন্যই তাদের এই উদ্যোগ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর