২০ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:২২

পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে বেকারি পণ্য!

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে বেকারি পণ্য!

ময়লা ও নোংরা হাত ও পা ব্যবহার করেই দীর্ঘদিন ধরে চলছিল বেকারি পণ্য। রয়েছে খামির তৈরির স্থানে শত শত তেলাপোকা। ব্যবহার করা হচ্ছে খাবার অনুপযোগী রং। এছাড়াও নোংরা ও ময়লা পরিবেশে খাবার প্যাকেটজাত করা হচ্ছে। বিএসটিআই এর কোনো অনুমোদন যেমন ছিল না। তেমনি খাবার ছিল মেয়াদোত্তীর্ণ। 

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া ও সানারপাড় এলাকায় অবস্থিত চিস্তিয়া বেকারি এবং এনএফসি রেস্টুরেন্টে গিয়ে এমনই চিত্র দেখতে পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মারুফ এবং ফারজানা আক্তারের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় চিস্তিয়া বেকারিকে নগদ ৫০ হাজার টাকা এবং এনএফসি রেস্টুরেন্টকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর