২০ ফেব্রুয়ারি, ২০১৯ ২৩:০৬

টেকনাফে স্বর্ণের চালান জব্দ

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফে স্বর্ণের চালান জব্দ

কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান জব্দ করেছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আছাদুদু-জামান চৌধুরী বুধবার রাত পৌনে ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, স্বর্ণের একটি চালান হোয়াইক্যং খাল দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হোয়াইক্যং বিওপিতে কর্মরত সুবেদার মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে একটি টহল দল ওই সময় সেখানে গেলে একটি লোককে হোয়াইক্যং খাল পার হয়ে আসতে দেখে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয় দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তার পিছু ধাওয়া করে। ওই সময় লোকটি তার হাতে থাকা প্যাকেটটি খালের মধ্যে ফেলে দ্রুত অন্ধকারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল খাল থেকে প্যাকেটটি উদ্ধার করে ৩২ ভরি ১০ আনা ০১ রতি স্বর্ণের অলংকার পায়। উদ্ধারকৃত স্বর্ণের অলংকার টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর