২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:১২

নেত্রকোনায় শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে নেত্রকোনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শহীদ মিনারে দলে দলে আসতে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। শহীদ মিনারে প্রভাত ফেরি নিয়ে আসেন মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন দলের নেতাকর্মীরা। তারা একে একে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়াও নানা বয়সের শিশু-কিশোর তরুণ প্রজন্মের ঢল নামে ছোট বাজার শহীদ মিনার চত্বরে। ছোট ছোট শিশুরাও জানাতে আসে রাষ্ট্রভাষা বাংলা চাইতে গিয়ে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিলেন। একুশের প্রথম প্রহরে পৌর মেয়র, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার সকালে নেত্রকোনা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। এসময় আওয়ামী লীগ দলের সভাপতিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর