২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৩৭

ভাষার টানে দুই বাংলার মানুষের মিলন মেলা বেনাপোলে

বকুল মাহবুব, বেনাপোল থেকে:

ভাষার টানে দুই বাংলার মানুষের মিলন মেলা বেনাপোলে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার টানে দুই বাংলার হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ মিলেমিশে একাকার হয়ে যায় বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ড এলাকায়। 

ভৌগোলিক সীমারেখা ভুলে কেবলমাত্র ভাষার টানে আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের কাঁটাতারের বেড়া উপেক্ষা করে দলে দলে মানুষ যোগ দেন একুশের মিলন মেলায়। 

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় মাথানত করতে বাংলাদেশের বাঙালিদের সঙ্গে মিলিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বাঙালিরাও। 

সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই বাংলার মানুষ, রাজনৈতিক ,সামাজিক, ব্যবসায়ীক ও সংস্কৃতিক দল এবং সরকারের প্রতিনিধিরাও। 

বাংলাদেশ-ভারত যৌথভাবে এই মিলন মেলার আয়োজন করে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর