২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:০৬

শিবগঞ্জে শহীদ মিনারে জুতা পায়ে ফুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

শিবগঞ্জে শহীদ মিনারে জুতা পায়ে ফুল

ইউএনও শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ফেসবুক পেজে নারীদের স্যান্ডেল পায়ে শহীদ মিনারে ফুল দেওয়ার ছবি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এনিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। 

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্থায়ী শহীদ মিনার না থাকায় তৈরি করা হয়েছে অস্থায়ী শহীদ মিনার। আর সেই শহীদ মিনারে আজ সকালে শহীদদের স্মরণ করতে পুস্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসারসহ একদল নারী। 

এসময় অনেক নারীর পায়ে স্যান্ডেল দেখা যায়। এনিয়ে ইউএনও শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ফেসবুক টাইমলাইনে কিছু ছবিও পোষ্ট দেয়া হয়েছে। সেখানে ওই ছবিটিও দেখা গেছে। 

এদিকে স্যান্ডেল পায়ে দিয়ে শহীদ মিনারে ফুল দেয়ার ঘটনায় অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। 

স্যান্ডেল পায়ে শহীদ মিনারে প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শহীদ মিনারের বেদিতে স্যান্ডেল পায়ে উঠা ঠিক নয়। তবে স্থায়ী শহীদ মিনার না থাকায় অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়। তাই একটি বেদি ছিল এবং বেদির নিচে পুস্পার্ঘ হাতে নিয়ে ছবিটি তোলা হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর