২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৪৩

বোয়ালমারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

বোয়ালমারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করে। 

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহর ও প্রভাত ফেরিতে জনস্রোত নামে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠণের শ্রদ্ধাঞ্জর্লি অর্পণ। 

শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বোয়ালমারী থানা পুলিশ, পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, বিএনপি, প্রেসক্লাব, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ, জানা সমাজ কল্যাণ সংস্থা, বোয়ালমারী সাংস্কৃতিক ঐক্যমঞ্চসহ শ্রেণী পেশাজীবি মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সকালে প্রভাত ফেরিতে শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ মাহফিলের মাধ্যমে দিনটি উৎযাপিত হয়। 

অপরদিকে আলফাডাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি উৎযাপিত হয়েছে। প্রভাত ফেরি শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার, পৌর মেয়র সাইফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালুকদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর