২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:০১

নেত্রকোনায় নানা আয়োজনে শেষ হল ৭ দিনব্যাপী বইমেলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় নানা আয়োজনে শেষ হল ৭ দিনব্যাপী বইমেলা

আলোচনা সভা, পুরস্কার বিতরণ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি রাতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে বইমেলার সমাপ্ত ঘোষণা করা হয়।

শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উপলক্ষে ৭ দিনব্যাপী এই বইমেলার আয়োজন করে জেলা প্রশাসন। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এই মেলায় এবার মোট ২১টি স্টল অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে মেলা প্রাঙ্গণের মুক্তমনা মঞ্চে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

পরে শহীদ দিবসে বিভন্ন  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

এসময় প্রফেসর ননী গোপাল সরকারের প্রকাশিত নতুন দুটি  বইয়ের ‘ একদিনের বায়ান্ন কবিতা ও হৃদয়ের পুষ্পপাতে ৩’ মোড়ক উন্মোচন করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর