২২ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:১৮

টেকনাফে শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

টেকনাফে শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার নিবন্ধিত শরণার্থী শিবিরে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, রাতে হ্নীলা নয়াপাড়া মুচনী ক্যাম্পের এম আরসি নং-৩০৮১, শেড নং-৯০৪,রুম নং-২ সি-ব্লকের বসবাসকারী বাসিন্দা আব্দুস ছালামের ছেলে মো. হাছানের (৩২) বুকে ও হাতে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ আহতের স্বজনরা জানান, রোহিঙ্গা ডাকাত নুরুল হাকিমের লোকজন তাকে বুকে দুটি, দুই হাতে দুইটি গুলি করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শরনার্থী ক্যাম্প হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর