২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:০৬

ব‌রিশালে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

ব‌রিশালে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

বরিশালের বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আশিষ বাড়ৈ (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আশিষ ওই গ্রামের অমল বাড়ৈর ছেলে। এতে আহত হয়েছেন তার স্ত্রী স্নিগ্ধা বাড়ৈসহ উভয়পক্ষের কয়েকজন। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, একটি জমি নিয়ে আশিষের সঙ্গে একই গ্রামের সভা রঞ্জন চৌধুরীর বিরোধ চলে আসছিল। সেই জমিটি নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। শুক্রবার রাতে আশিষ লোকজন নিয়ে সভা রঞ্জনের বাড়ি গিয়ে দাবি করেন আদালত তার পক্ষে রায় দিয়েছেন। বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। তখন প্রতিপক্ষের এলোপাতাড়ি দায়ের কোপে গুরুতর আহত হন আশিষ। এসময় তার স্ত্রীসহ উভয়পক্ষের বেশ কয়েকজনও আহত হন। তাৎক্ষণিকভাবে আশিষকে উদ্ধার করে বানাড়ীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকি‍ৎসাধীন অবস্থ‍ায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। বাকি আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, এসময় ঘটনাস্থল থেকে সভা রঞ্জনের ছেলেসহ দু’জনকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর