২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:২৪

ফরিদপুরের আটরশী ওরশগামী বাস খাদে, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আটরশী ওরশগামী বাস খাদে, আহত ৩০

ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ শরীফে যাবার পথে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ৩০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় এলাকাবাসী ও বাসের যাত্রীরা জানান, আটরশী বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে জাকেরদের নিয়ে একটি বাস ফরিদপুরে আসছিল। পথিমধ্যে শহরতলীর বাখুন্ড ডাবল ব্রীজের কাছে পৌঁছামাত্র বেলা ১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ৩০ যাত্রী আহত হয়। 

এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বাসের যাত্রীরা জানান, শুক্রবার গভীর রাতে জাকেরানদের নিয়ে বাসটি ঈশ্বরগঞ্জ থেকে বিশ্ব জাকের মঞ্জিলের পথে রওনা দেয়। বাসটির চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তাদের ধারনা।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর