Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ মার্চ, ২০১৯ ১৯:৫৩

নাটোরে ৬শ’ চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাটোর প্রতিনিধি

নাটোরে ৬শ’ চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাটোরের গুরুদাসপুরে চলতি খরিফ মৌসুমে তিল ও মুগ চাষের জন্য ৬শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ওই বীজ ও সার বিতরণ করেন। 

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫শ’ জন মুগ চাষীর মধ্যে জনপ্রতি ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং একশ’ জন তিল চাষীর মধ্যে এক কেজি তিলবীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ওউপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম।

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য