১৮ মার্চ, ২০১৯ ১৬:৩৫

ভোটার নেই, ছবি তোলায় ব্যস্ত আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভোটার নেই, ছবি তোলায় ব্যস্ত আনসার সদস্যরা

বগুড়া জেলার ১২টি উপজেলার ৯৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর আগে, সোমবার সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের এই ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোটারশূন্য ছিল বেশিরভাগ কেন্দ্র। ফাঁকা কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিতরা খোশ-গল্প করে সময় কাটিয়েছেন। কয়েকটি কেন্দ্রে দেখা গেছে ভোটগ্রহণ কর্মকর্তা/কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কেউ নেই। 

ভোটার সংখ্যা কম থাকায় সোমবার বগুড়া শহরের মাটিডালি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট কেন্দ্রে অলস সময় পার করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এরই এক পর্যায়ে কেন্দ্র পরিদর্শনে এসে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের দিয়ে গ্রুপ ছবি তুলে নেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি পর্যবেক্ষক দল। 

বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর