১৮ মার্চ, ২০১৯ ২০:১১

‘ওদের যেন আস্তে মারে, ব্যথ্যা কম পায়’

এস এম রেজাউল করিম, ঝালকাঠি:

‘ওদের যেন আস্তে মারে, ব্যথ্যা কম পায়’

‘ওদের যেন আস্তে মারে, ব্যথ্যা যেন কম পায়’। কর্মীদের উপর হামলার পরে কথা গুলো রির্টানিং কর্মকর্তাকে বললেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রেহী স্বতন্ত প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান।
সোমবার সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কল্যানকাঠিতে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের ভাই মজিবুর রহমান, ভাতিজা সাইদুর রহমান সুমন, খালাতো ভাই নুরুল হক ও সমর্থক শাহ আলমকে মারধর করে নৌকা প্রতীকের কর্মীরা।
এদিকে সদর উপজেলা রিটানিং কর্মকর্তা এসএম ফরিদ উদ্দীন বলেন, আমি স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশও পাঠিয়েছি। কিন্তু পুলিশ ওখানে গিয়ে কাউকে পায়নি। রবিবার দুপুরে নৌকা প্রতীকের মোটরসাইকেল মহড়ার ব্যপারে তিনি বলেন মহড়া অভিযোগ শুনে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর