১৯ মার্চ, ২০১৯ ১৬:১১

পাবনায় অটোরিকশা-নছিমনের সংঘর্ষে নিহত ১, আহত ৩

পাবনা প্রতিনিধি

পাবনায় অটোরিকশা-নছিমনের সংঘর্ষে নিহত ১, আহত ৩

পাবনার আটঘরিয়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষে আমিরুল ইসলাম নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পাবনার টেবুনিয়া-চাটমোহর আঞ্চলিক সড়কের ভবানীরপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম (৪০) চাটমোহর উপজেলার নরাইখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। 

আহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫) ও রাবেয়া খাতুন (২২) ও অজ্ঞাত সিএনজি চালক। হতাহত সবাই সিএসনজি অটোরিকশার যাত্রী ছিল। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল হক জানান, চাটমোহর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা পাবনা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আটঘরিয়ার উপজেলার ভবানীপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আমিরুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় বলেও জানান ওসি। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর