১৯ মার্চ, ২০১৯ ১৮:১৮

হবিগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী কারাগারে

প্রতীকী ছবি

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে হবিগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদানের মামলায় যুবদল ও ছাত্রদল নেতাসহ ৫ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজার আদালতে হাজির হলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাসেল ও সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। 

এর আগে সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালের আদালত জেলা যুবদলের সহ-সভাপতি কুহিনুর আলম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম ও যুবদল নেতা আহসান উদ্দিন রুবেলকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর মাঝে ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন শহরের গরুর বাজার কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাঁধা প্রদান ও পুলিশের উপর হামলার মামলায় কুহিনুর আলম, আজিজুল ইসলাম, আহসান উদ্দিন ও আব্দুর রহমান রাসেলকে এবং শায়েস্তানগর জেকে এন্ড এইচকে হাই স্কুল কেন্দ্রে পুলিশের উপর হামলার মামলায় নাঈম আহমেদকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর