শিরোনাম
১৯ মার্চ, ২০১৯ ১৯:১৮

বাঘাইছড়িতে হামলা; খাগড়াছড়ি হাসপাতালে ৬ লাশের ময়নাতদন্ত সম্পন্ন

খাগড়ছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়িতে হামলা; খাগড়াছড়ি হাসপাতালে ৬ লাশের ময়নাতদন্ত সম্পন্ন

নির্বাচনী সরঞ্জামে লেগে আছে রক্ত -বাংলাদেশ প্রতিদিন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনি কাজ শেষে ফেরার পথে সন্ত্রসীদের গুলিতে নিহত ৭ জনের মধ্যে ৬ জনের লাশের খাগড়ছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।

আজ খাগড়ছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অনুতোষ চাকমা (ভারপাপ্ত) জানান, আমরা বাঘাইছড়ি হাসপাতাল থেকে পাঠানো নিহত ৬ জনের লাশের ময়নাতদন্ত কাজ সম্পন্ন করেছি। বাঘাইছড়ি থেকে দুপুর ১টায় লাশ ৬টি খাগড়ছড়ি হাসপাতালে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসা হয়।

ময়নাতদন্ত করা লাশগুলো হল, আমীর হোসেন (৩০), মিন্টু হাকমা (২৮), মিহির কান্তি দত্ত (৪৫), জাহানারা বেগম (৪৫), আল আমিন (১৭) ও বিলকিস আক্তার (৪০)। নিহত অপরজন আব্দুল হান্নানের লাশ চট্টগ্রাম রয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় পুলিশি পাহারায় লাশগুলো বাঘাইছড়িতে নিয়ে যাওয়া হয়।

 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর