১৯ মার্চ, ২০১৯ ২১:৪৯

বেতাগীতে ১০ হাজার মিটার জাল জব্দ

বরগুনা প্রতিনিধি:

বেতাগীতে ১০ হাজার মিটার জাল জব্দ

বরগুনার বেতাগীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বিষখালী নদীতে অভিযানে জব্দ করা ৩ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার মিটার কারেন্ট ও গড়া জাল পুড়িয়ে ফেলা হয়েছে। 

উপজেলা মৎস্য বিভাগের তত্তাবধানে মঙ্গলবার (১৯ মার্চ) বেলা পৌনে ৩ টায় কচুয়া-বেতাগী ফেরীঘাট সংলগ্ন বিষখালী নদীর পাড়ে অভিযান জব্দ করা ওই জাল পুড়িয়ে ফেলা হয়। 

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শ্যামল চন্দ্র কর্মকারের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চীফ পোর্ট অফিসার এম হাবীবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজীব, উপজেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু ও  উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা পরিমল চন্দ্রসহ অন্যান্যরা।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর