১৯ মার্চ, ২০১৯ ২২:১৮

চাঁদাবাজির প্রতিবাদে বুধবার থেকে কিশোরগঞ্জে বাস চলাচল বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

চাঁদাবাজির প্রতিবাদে বুধবার থেকে কিশোরগঞ্জে বাস চলাচল বন্ধ

ফাইল ছবি

চাঁদাবাজির প্রতিবাদে বুধবার থেকে কিশোরগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে। আজ মঙ্গলবার ঢাকার সায়দাবাদে ঢাকা ও কিশোরগঞ্জ মালিক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব ওসমান আলী। এতে কিশোরগঞ্জ, ঢাকার সায়েদাবাদ, মহাখালী মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শেখ ফরিদ আহাম্মদ সভা শেষে এ প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ আন্তঃজেলা বাস স্ট্যান্ডে একটি চক্র চাঁদাবাজি করে আসছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবগত করার পরও তারা চাঁদাবাজি বন্ধে কোন পদক্ষেপ নেননি। এমনকি আরটিসির সভায় বিষয়টি উত্থাপিত হয়েছে। ফলে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, শুধু কিশোরগঞ্জ থেকেই অন্য কোন রুটে বাস ছেড়ে যাবে না, ঢাকাসহ অন্য স্ট্যান্ড থেকেও কিশোরগঞ্জের উদ্দেশে বাস ছেড়ে আসবে না।

সভায় চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানান মালিকরা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর